এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা হবে বলে মনে করছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। তিনি জানান, কন্ডিশনের দিক থেকে সিলেটের উইকেট অনেকটা আবুধাবির উইকেটের মতোই, যা ব্যাটারদের জন্য সহায়ক।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের মাঠে অনুশীলনের আগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লিটন। তিনি বলেন, “আবুধাবির উইকেটের মতো সিলেটের মাঠও অনেকটা ব্যাটিং সহায়ক। এখানকার কন্ডিশন কাজে লাগিয়ে ম্যাচের ফলাফল বের করার চেষ্টা করবো। আমাদের লক্ষ্য ২০০-২৫০ রান করা।”
প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে ছোট করে দেখতে নারাজ লিটন দাস। তিনি বলেন, ডাচরা ভালো উইকেটে খেলতে অভ্যস্ত। তাই দুই দলের জন্যই এটি বড় পরীক্ষা হবে।
লিটন আরও জানান, এই সিরিজের প্রথম লক্ষ্য জয় হলেও, এর পাশাপাশি এশিয়া কাপের আগে নতুন খেলোয়াড়দের পরীক্ষা করে নিতে চান তিনি।
সম্প্রতি ঢাকায় ফিটনেস ট্রেনিং ক্যাম্প এবং জুলিয়ান উডের অধীনে পাওয়ার হিটিং ক্লাস করেছে বাংলাদেশ দল। এ বিষয়ে লিটন বলেন, “আজকের দিনের ক্রিকেটে ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার হিটিং ক্লাসে নতুনত্ব ছিল, কিন্তু কোনো কিছু এক-দুই দিনে হয় না। সেজন্য সময় দিতে হবে।”
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ছোট বা বড় দল বলে কিছু নেই। প্রতিটি ম্যাচই সমান চ্যালেঞ্জিং।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। বৃষ্টির কারণে বৃহস্পতিবার টাইগারদের অনুশীলন সম্ভব হয়নি।
