সিলেটে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বুধবার সন্ধ্যায় তারা সিলেটে এসে পৌঁছায়। সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
বাংলাদেশ সফরের আগে ঘোষিত দলে তিন পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। নতুন করে দলে ডাক পেয়েছেন সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্রাত ও সেদরিক ডি ল্যাং।
এর মধ্যে ছয় বছর পর জাতীয় দলে ফিরেছেন জুলফিকার, আর চার বছর পর ডাক পেয়েছেন ব্রাত। মাত্র ১৭ বছর বয়সে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ অলরাউন্ডার ডি ল্যাং।
আগে ঘোষিত দলে থাকা রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন ইনজুরির কারণে ছিটকে গেছেন। ব্যক্তিগত কারণে দল থেকে নাম প্রত্যাহার করেছেন শাকিব জুলফিকার।
দলে পরিবর্তন প্রসঙ্গে ডাচ অধিনায়ক এডওয়ার্ড স্কট বলেন, “দলে তরুণ কেউ সুযোগ পাওয়া সবসময়ই উত্তেজনার। সেদরিক দুর্দান্ত গ্রীষ্ম কাটিয়েছে। সামনে তার অসাধারণ ক্যারিয়ার অপেক্ষা করছে। আসন্ন সিরিজে সে কী দিতে পারে, সেটা দেখার অপেক্ষায় আছি। ব্রাত ঘরোয়া পর্যায়ে ভালো পারফর্ম করেছে। দলে তার অভিজ্ঞতা ফেরত পাওয়া গুরুত্বপূর্ণ হবে। সিকান্দার আগেই আমাদের হয়ে অনেক ম্যাচ খেলেছে। স্লগে সে কার্যকরী ভূমিকা রাখতে পারে।”
