ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ফলে বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার পথ খুলে গেল এই অফস্পিনারের সামনে।
আইপিএলে এ পর্যন্ত ১৮৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় পঞ্চম স্থানে আছেন ৩৮ বছর বয়সী অশ্বিন। ২০১০ ও ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল শিরোপা জিতেছেন তিনি। এ মৌসুমেও চেন্নাইয়ের জার্সিতে মাঠে নেমেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অবসর প্রসঙ্গে অশ্বিন লিখেছেন, “সবাই বলে, প্রতিটি শেষের একটি নতুন শুরু আছে। আজ থেকে আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময়ের সমাপ্তি ঘটল। তবে এর মধ্য দিয়েই সারা বিশ্বের ভিন্ন ভিন্ন লিগে খেলার সুযোগ তৈরি হলো।”
অশ্বিন গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন।
টেস্ট ক্যারিয়ারে তিনি ১০৬ ম্যাচে ২৪.০০ গড়ে ৫৩৭ উইকেট নিয়েছেন। এছাড়া খেলেছেন ১১৬টি ওয়ানডে ও ৬৫টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি।
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী বর্তমান জাতীয় দল বা ঘরোয়া ক্রিকেটে খেলা কোনো ক্রিকেটারকে বিদেশি লিগে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় না। তবে আইপিএল ছাড়ায় অশ্বিনের জন্য সেই সুযোগ তৈরি হলো।
