জয়ের হাতছানি দিয়েও শেষ পর্যন্ত হেরে গেল বাংলাদেশ ‘এ’ দল। টপ এন্ড টি-২০ সিরিজে মেলবোর্ন স্টার্সদের বিপক্ষে নুরুল হাসান সোহানের দল হেরেছে শেষ ওভারে, হাতে ছিল মাত্র ৪ বল।
মেলবোর্নকে একশ’ রানের আগেই ৫ উইকেটে নামিয়ে আনে বাংলাদেশ ‘এ’। কিন্তু মিডল অর্ডারের জনাথন মার্লোর ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ হাতছাড়া হয়। তার ৩৮ বলে ৬১ রানের ইনিংস ভর করে ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে মেলবোর্ন।
এ নিয়ে পাঁচ ম্যাচে এটি বাংলাদেশের তৃতীয় হার। ১১ দলের প্রতিযোগিতায় নেমে গেছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৫৬ রান। ওপেনিং জুটিতে আসে মাত্র ২৭ রান। জিসান ১৩ বলে ১৩ এবং নাঈম শেখ ২১ বলে ১৯ রান করে ফেরেন।
তৃতীয় উইকেটে সাইফ হাসান ও অধিনায়ক সোহান ৬৩ রানের জুটি গড়েন। তবে রান তোলার গতি ছিল ধীর। সোহান করেন ২৭ বলে ৩৩, সাইফ ৩৫ বলে ৪৫ রান। শেষ দিকে ইয়াসির আলী রাব্বি ১৭ বলে ২৯ রানের ক্যামিও খেলেন।
লক্ষ্য তাড়ায় মেলবোর্ন শুরুতে চাপেই ছিল। ১২ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৮১/৫। শেষ ৮ ওভারে দরকার ছিল ৭৬ রান। ওই সময়েই ম্যাচের নিয়ন্ত্রণ নেন মার্লো। শেষ ৪ ওভারে দরকার ছিল ৩৭ রান। ১৭তম ওভারে তোফায়েল আহমেদ ২২ রান দিয়ে ম্যাচটা কার্যত বের করে দেন।
হাসান মাহমুদ ও রাকিবুল হাসান ২টি করে উইকেট নিয়েও দলের জয় নিশ্চিত করতে পারেননি
