নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃক ৯ এপ্রিল বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২১৫ নং কক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াখালী জেলার প্রায় তিন শতাধিক বর্তমান শিক্ষার্থী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের নোয়াখালীস্থ সাবেক শিক্ষার্থীবৃন্দ ও নোয়াখালীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শুল্ক ও রেয়াত প্রত্যর্পণ পরিদপ্তররর মহাপরিচালক বেলাল হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ইকবাল মাহমুদ বাবলু। সহকারী পুলিশ সুপার,আবদুল্লাহ আল মাহমুদ লিয়ন।উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জবি’র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি শান্ত নাজমুল বাবু, নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা ৩৮ তম বিসিএস কর্মকর্তা ফজলুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা, নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা ইমতিয়াজ উদ্দীন,নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ জবি’র সাবেক আহবায়ক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আল মামুন। সাবেক সদস্য সচিব, আশরাফুল হক রোমান ভুইয়া, উপদেষ্টা সাকিব আল মামুন,রাইসুল ইসলাম নয়ন,ফাহমিদুল হক রুদ্র, মেহেরাব অভি, জহির বাবারসহ অনেকে
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম. আকতার হোসেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে গতকাল রাতে ইন্তেকাল করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নির্মলেন্দু বিশ্বাস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার শেষে আগত অতিথির নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ জবি’র সদস্যরা।
শৃঙ্খলতার সাথে পরিকল্পিতচাবে বিশাল এই আয়োজন সম্পন্ন করায় নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জবি’র দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রশংসা করেন আগত অতিথিরা।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited