চিকিৎসা শেষে পাঁচ দিন পর আজ শনিবার বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছে।
গত বুধবার (১৪ জুন) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন চিকিৎসকরা। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের সদস্যরা বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে তাকে ব্যবস্থাপত্র দিয়েছেন।
চিকিৎসক আরও জানান, খালেদা জিয়া যেদিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেদিনের তুলনায় এখন ভালো আছেন। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন চিকিৎসকরা।
গত ১২ জুন রাতে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। গত পাঁচ দিন তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited