স্টাফ রিপোর্ট: আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী থাকার পরও নৌকার পক্ষে ভোট চাওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিসিক নির্বাচন: ইয়াহ্ইয়া চৌধুরীর বিরুদ্ধে কেন্দ্রে নালিশ বাবুলের
রোববার( ১৪মে) জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক (২) এমএ রাজ্জাক খান স্বাক্ষরিত এ নোটিশে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দফতরে লিখিতভাবে জানানোর জন্য ইয়াহইয়া চৌধুরীকে নির্দেশ প্রদান করা হয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে সিলেট মহানগরের ১৮ নং ওয়ার্ডের ঝেরঝেরিপাড়ায় আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভায় নৌকা মার্কায় ভোট চান জাপার এই কেন্দ্রীয় নেতা।
আরও পড়ুন: নৌকার পক্ষে ভোট চাইলেন জাতীয় পার্টির ইয়াহ্ইয়া চৌধুরী
বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ইয়াহইয়ার বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্রের কাছে নালিশ জানিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল।
সেই নালিশের পরিপ্রেক্ষিতে ইয়াহইয়া চৌধুরীকে এ নোটিশ দেয় জাতীয় পার্টিার কেন্দ্রীয় দফতর।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited