নড়াইল জেলা যুবলীগ অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়ার কার্যক্রম গ্রহন করেছে। দুপুরে নড়াইল পৌরসভার উজিরপুর বিলে বিনামুল্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় সংসদ
সদস্য মাশরাফি বিন মোর্তজার পিতা গোলাম মোর্তজা স্বপন, জেলা যুবলীগের আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, মোঃ মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, বর্তমানে মাঠ জুড়ে ধান পেকে গেছে, কিন্তু শ্রমিক সংকটে কৃষক ধান কাটতে পারছে না, বিশেষ করে দরিদ্র কৃষকেরা শ্রমিকের সংকটে হিমশিম খাচ্ছে। এমতবস্থায় নড়াইল জেলা
যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সম্পাদকের নির্দেশক্রমে এবং সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার অনুপ্রেরনায় এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান
কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে বিনামুল্যে কেটে দেওয়ার কার্যক্রম গ্রহন করেছে। মাঠের ধান কর্তন না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান, নড়াইল জেলা মানবিক যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান।









সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited