জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া
দীর্ঘদিন পর দলের প্রতিষ্ঠাতার মাজারে বিএনপি চেয়ারপারসন

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বুধবার (৮ অক্টোবর ২০২৫) রাতে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে গিয়ে তিনি জিয়ারত করেন বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, খালেদা জিয়া বুধবার রাতে গুলশানের বাসা থেকে বের হয়ে মাজারে গিয়ে কুরআন তিলাওয়াত করেন এবং দেশের কল্যাণ ও শান্তির জন্য দোয়া করেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে শেষবার জিয়াউর রহমানের মাজারে গিয়েছিলেন খালেদা জিয়া। এর পর দীর্ঘ সাত বছর পর তিনি পুনরায় সেখানে জিয়ারতে গেলেন।
খালেদা জিয়ার এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে নানান আলোচনা শুরু হয়েছে। দলের নেতাকর্মীরা এটিকে “রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা” বলে মন্তব্য করেছেন।
