হাসিনার পদত্যাগের পর ১৩ মাসে বাংলাদেশে গ্রেপ্তার ৪৪ হাজার….
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠেছে। গত ১৩ মাসে দেশে মোট ৪৪ হাজার ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ নেতা-কর্মী।
এই বিশাল সংখ্যক গ্রেপ্তারের মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়েছেন ৩২ হাজার ৩৭১ জন। তবে ২৭ শতাংশের বেশি অভিযুক্ত এখনও জামিন পাননি। ফলে গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
অধিকাংশ গ্রেপ্তারকৃত আওয়ামি লীগ নেতা ও কর্মী
আঞ্চলিক ভিত্তিতে দেখা যায়, ঢাকায় গ্রেপ্তার হয়েছেন ৭ হাজার ৩৫৫ জন, এর মধ্যে ৪ হাজার ৮০৬ জন জামিন পেয়েছেন (৬৫%)। রাজশাহীতে ৫ হাজার ১৮ জন গ্রেপ্তার হয়ে ৪ হাজার ২২১ জন জামিন পেয়েছেন (৮৪%)। খুলনায় গ্রেপ্তার ৫ হাজার ৯৯২ জনের মধ্যে জামিন ৪ হাজার ৫৫৪ জন (৭৬%)। বরিশালে ১ হাজার ৭৭৬ জন গ্রেপ্তার হয়ে ১ হাজার ৫৫৫ জন জামিন পেয়েছেন (৮৮%)। রংপুরে গ্রেপ্তার হয়েছেন ৩ হাজার ৮৯১ জন, জামিন পেয়েছেন ২ হাজার ৭১৪ জন (৭০%)। ময়মনসিংহে ৩ হাজার ৩৬ জন গ্রেপ্তার হলেও মাত্র ১ হাজার ৪৪৩ জন জামিন পেয়েছেন (৪৮%)।
এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের নীতির প্রতি প্রশ্ন তুলছে অনেক মহল। বিশেষ করে বিরোধী দল ও মানবাধিকার সংস্থাগুলি বলছে, এই পরিস্থিতি গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
