বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতি, সামাজিক বন্ধন ও ঐতিহ্যেরও প্রতিচ্ছবি। এ উৎসব পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ ও সম্প্রীতির চর্চাকে আরও সুদৃঢ় করে।
ধর্মীয় মূল্যবোধ ও সাংবিধানিক দায়িত্ব
তারেক রহমান বলেন, “বাংলাদেশের রাষ্ট্র ও সংবিধান প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করেছে, তা সে বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী যে-ই হোক না কেন। ধর্মীয় উৎসবের সময়ে প্রত্যেকের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।”
তিনি উল্লেখ করেন, পবিত্র হাদিসে অমুসলিম নাগরিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষার গুরুত্ব বারবার এসেছে। তাই অন্য ধর্মাবলম্বীদের প্রতি জুলুম বা অবিচার ইসলাম কখনো সমর্থন করে না।
ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রের আহ্বান
তারেক রহমান ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, “আমরা চাই একটি দেশ, যেখানে নাগরিকরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে। তবে সাম্প্রদায়িক পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
সৌহার্দ্যের বার্তা
হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আপনারা নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন, আনন্দে মেতে উঠুন। আমরা বিশ্বাস করি—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আর নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার।”
সবশেষে বিএনপির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়কে আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান সৌহার্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আহ্বান জানান।
