রাজধানীতে শনিবার সকাল থেকে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার সময় আইনশৃঙ্খলা বাহিনী ২৪৪ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। অভিযান চলতে চলতে আনুমানিক সাড়ে পাঁচশ’ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান সমকালকে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও, ফার্মগেট ও গুলশান এলাকা থেকে উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে। পুলিশের মতে, মিছিলটি কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও করা হয়েছিল।
পুলিশ অভিযান চলমান রাখছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
