পটুয়াখালীর সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
মহিউদ্দিনের স্ত্রী মারজিয়া আকতার জানান, কাজ শেষে বাসায় ফেরার পথে ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পরে জানা যায়, বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন।
পটুয়াখালী শহরের মুসলিমপাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মহিউদ্দিন আহম্মেদ স্থানীয় রাজনীতিতে সুপরিচিত নাম। ২০১৮ সালের পৌরসভা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডা. শফিকুল ইসলামকে পরাজিত করে টানা দুইবার পৌর মেয়র নির্বাচিত হন।
রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে মহিউদ্দিন পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দু’বার দায়িত্ব পালন করেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে গ্রেফতারের কারণ জানা যায়নি। ডিবির পক্ষ থেকেও এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
