বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো।
বৃহস্পতিবার বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে ছিলেন চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো এবং হাইকমিশনের ডেস্ক অফিসার ডে আর্ন।
বিএনপি নেতাদের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ-সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
			
			








সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited