বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ফ্যাসিস্ট শাসনের কারণে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে, সেগুলো পুনর্গঠন ও শক্তিশালী করা হবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “মুক্ত পরিবেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই আজকের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এজন্য বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এর আগে সকাল ১১টা ১৫ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ অন্যান্য নেতারা।
সম্মেলনে ৮০০ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। দুপুরের পর ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে বক্তব্য দেবেন তারেক রহমান।
