পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (আজ) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব দিবস। এ দিনটি নবীজির জীবনের মূল্যবোধ, সততা, ন্যায়বিচার, নম্রতা ও উদারতার প্রতি শ্রদ্ধা নিবেদনের এবং তাঁর দেখানো পথে চলার অনুপ্রেরণা লাভের মহিমান্বিত মুহূর্ত। আমি দেশবাসীসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করছি।”
বিএনপি মহাসচিব বলেন, “হযরত মুহাম্মদ (সা.) বিশ্বমানবতার আলোকবর্তিকা, শান্তি ও সম্প্রীতির প্রতীক এবং সত্যবাদিতা ও বিশ্বস্ততার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর কালজয়ী মূল্যবোধ, মানবতা, সহমর্মিতা ও উদারতা মানবজাতির জন্য চিরন্তন শিক্ষা হয়ে থাকবে।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, কৈশোরকাল থেকেই মহানবী (সা.) ছিলেন মিথ্যার বিরুদ্ধে অকুতোভয়, আমানতের খেয়ানত কখনো করেননি এবং মানুষের উপকারকে পরম কর্তব্য হিসেবে মনে করতেন। বড়দের সম্মান ও ছোটদের প্রতি স্নেহ প্রদর্শনে তিনি ছিলেন অনন্য। ৪০ বছর বয়সে নবুয়াত লাভের পর সীমাহীন নির্যাতন সত্ত্বেও তাওহিদের বাণী বিশ্বব্যাপী প্রচার করেছেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “আল্লাহ তায়ালা নবী করিম (সা.)-এর উপর মহাগ্রন্থ আল-কোরআন অবতীর্ণ করেছেন, যা মানবজাতির পথপ্রদর্শক। এর শিক্ষা মানুষকে শৃঙ্খলিত করে, ন্যায় প্রতিষ্ঠা ও মানবমুক্তির পথে পরিচালিত করে। তাঁর জীবন ও কর্ম অনুসরণ করলেই মুসলিমরা প্রকৃত কল্যাণের পথে এগোতে পারে।”
বাণীর শেষে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম জ্ঞাপন করেন।
