গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান শনিবার সকালে সাংবাদিকদের জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে এবং তাঁর নাকের হাড় ভেঙে গেছে। এতে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হলেও এখন রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও তিনি জ্ঞান ফিরে পেয়েছেন। তবে ৪৮ ঘণ্টা না পেরোনো পর্যন্ত তাঁকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
গতকাল শুক্রবার রাতেই নুরুল হকের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ শনিবার সকালে বোর্ড তাঁর চিকিৎসা বিষয়ক আলোচনায় বসবে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে নুরুল হকসহ উভয় দলের বেশ কয়েকজন আহত হন।
ঘটনা নিয়ে দুই পক্ষ একে অপরকে দায়ী করেছে। গণ অধিকার পরিষদ বলছে, জাপার নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। অন্যদিকে জাপার দাবি, গণ অধিকার পরিষদের মিছিল থেকে তাঁদের ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, পরিস্থিতি শান্ত করতে গিয়ে বাহিনীর সদস্যরা হামলার শিকার হন। এতে সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited