রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা উত্তেজনার পর পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গণঅধিকার পরিষদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা চালায়। সংগঠনটির উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিছিলটি পল্টন মোড় থেকে কাকরাইলের দিকে আসে। এ সময় জাতীয় পার্টি অফিসের সামনে থেকে দুই–তিনশ লোক তাদের ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, হামলাকারীদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের লোকও ছিল।
অন্যদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে পাল্টা অভিযোগ আনা হয়েছে। দলের চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী বলেন, গণঅধিকার পরিষদের মিছিল থেকে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সন্ত্রাসী হামলা’ চালানো হয়।
সংঘর্ষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আহত হয়েছেন বলে তার ফেসবুক পোস্টে জানা গেছে। সংগঠনটি এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিলের ঘোষণা দিয়েছে।
রমনা থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ঢিল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেনাসদস্যদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।
