ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা খুশি, উই আর হ্যাপি।”
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, গত মে মাসে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে একটি ধারণা পাওয়া গিয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঘোষণা করেন। আজ রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে এটি আরও স্পষ্ট হয়েছে যে, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।
বিএনপির মহাসচিব আরও বলেন, দেশের বর্তমান সংকট সমাধানে নির্বাচনই একমাত্র পথ। যারা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে এবং নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
