উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খন্দকার মোশাররফের প্রেস সেক্রেটারি শাহ আখতারুজ্জামান।
তিনি জানান, খন্দকার মোশাররফ নিউরো জটিলতায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। সঙ্গে আছেন তার সহধর্মিণী বিলকিস আক্তার ও ছেলে খন্দকার মারুফ হোসেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন তার বাবা ড. খন্দকার মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।
এর আগে ৮দিন চিকিৎসা শেষে গত শনিবার (২৪ জুন) তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে থেকে বাসায় নিয়ে আসা হয়। তবে, এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো।
প্রসঙ্গত, গত ১৭ জুন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারসহ পরিবারের সদস্যরা তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করান।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited