নিজস্ব প্রতিবেদক::
সিলেটে জিএসসি নর্থের নতুন অফিসের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(২৫ জুলাই) দুপুর ১২ টার সময় জিএসসি নর্থ অঞ্চল ইউকে এর আয়োজনে জিএসসি নর্থের নতুন অফিসের উদ্বোধন উপলক্ষে শাপলা কমিউনিটি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে ফিতা কেটে নতুন অফিস উদ্বোধন করেন অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ব্রাডফোর্ড লর্ড মেয়র গেড়ি বারকার।
সংগঠনের সভাপতি হাজী ফয়জুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারী জয়নুল আবেদীন বাবুলের উপস্থাপনায় মাওলানা জাহাঙ্গীর খানের কোরআন তেলাওয়াতের পর বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,ব্র্যাডফোর্ড কাউন্সিল লিডার সোজান হিঞ্চ ক্লিপ, কাউন্সিলার হাসান খান,কাউন্সিলার কামরান হোসেইন,হাজী আবদুল মালিক।
মানবতার কল্যাণ, আর্ত মানবতার সেবা ও কমিউনিটির মানুষের কল্যাণে জিএস সির সকল সেবাধর্মী কার্যক্রমের প্রশংসা করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। তারা আশাবাদ ব্যক্ত করেন নর্থের এই নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে জি এস সি কমিউনিটির সেবায় আরো একধাপ এগিয়ে যাবে।কমিউনিটির মানুষের কল্যাণে অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ সর্বস্তরের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আগামীতে জিএসসির সমাজসেবামূলক সকল কার্যক্রমে কমিউনিটির সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান রেখে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।