ঐতিহ্যবাহী সিলেট শহরের বন্দরবাজারের রংমহল টাওয়ারের সামনের রাস্তা থেকে এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ৷ জানা যায়, ১০মে বুধবার বিকাল ৩টার সময় কতোয়ালি থানার পুলিশ লাশটি উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান লাশটির কোনো নাম ঠিকানা পাওয়া যায়নি, এলাকার লোকজন জানিয়েছে লোকটি ভারসাম্যহীন ছিল। লাশটির গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে এবং তার পরিচয় জানার চেষ্টা চলছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited