বিশ্বনাথ প্রতিনিধি: সারাদেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ চতুর্থ ধাপে সরকারি মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৭ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ওই মডেল মসজিদের উদ্বোধন করেন। এসময় ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।
বিশ্বনাথের প্রেক্ষাপট নিয়ে ইউএনও’র বক্তব্য দিয়ে শুনার পাশাপাশি নারী মুসল্লি মাহবুবা বেগম ও পুরুষ মুসল্লি মোশাররফ হোসাইনের বক্তব্য শুনেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আব্দুল কাদের শেখ, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেটের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান শাফি বিপিএম (বার)-পিপিএম, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, গণপূর্ত বিভাগের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited