প্রতিবেদক: বিশ্বনাথ থেকে:
সমাজের দুঃস্থ ও হতদরিদ্র মানুষের সহায়তার ক্ষেত্রে কেবল বারে বারে স্বল্প পরিমাণে অনুদান না দিয়ে, এককালীন বড় অনুদানের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান তৈরি করে স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বক্তারা মনে করেন, স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা গেলে বা পুনর্বাসন নিশ্চিত হলে দারিদ্র্যের হার চিরতরে কমে আসবে। প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিকে স্বনির্ভর করছে এবং হতদরিদ্র মানুষ উপকৃত হচ্ছে। এই ধারা অব্যাহত রাখারও আহ্বান জানানো হয়।
রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে যুক্তরাজ্য ভিত্তিক ‘সাজুল এন্ড রাজন ফাউন্ডেশন ইউকে’-এর পক্ষ থেকে আয়োজিত এক প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোসাদ্দিক হোসেন সাজুল ও বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদক ইলিয়াস আহমদ রাজনের পরিচালনায় এই অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান উরফি মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই উপরোক্ত মন্তব্যগুলো করেন।
অনুষ্ঠানের বিশদ বিবরণ:
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক কবি এস.পি সেবুর সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া। পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ রেদওয়ান আহমদ এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জজ আদালতের এপিপি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খালেদ হোসেন, বিশ্বনাথ ডিগ্রি কলেজের ইংরেজী প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন, আশুগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেন্টু আলী, বিশ্বনাথ পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান সহ আরও অনেকে।
এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য আব্দুল মান্নান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নানু মিয়া, লন্ডন প্রবাসী হাজী মোঃ আলতাব আলী, পৌর মহিলা দলের আহবায়ক নুরুনন্নাহার ইয়াসমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited