বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে সংবর্ধনা
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং স্বাধীনতার পর বাংলাদেশ পুলিশে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে সমাজসেবায় অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান-কে সংবর্ধনা দিয়েছে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ৫নং সেক্টরে মেজর শওকত আলীর অধীনে সেকশন কমান্ডারের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবন শেষে ২০২৪ সালে অবসর গ্রহণ করেন। অবসরের পর থেকে তিনি সমাজসেবায় আত্মনিয়োগ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ শাহিন উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ। তিনি বলেন
👉 “সমাজের গুণী মানুষদের সম্মান জানানো এক মহৎ উদ্যোগ। উপজেলা প্রেসক্লাবের এই আয়োজন ভবিষ্যতের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
✔ মাস্টার ইমাদ উদ্দিন (নায়েবে আমীর, বিশ্বনাথ উপজেলা জামায়াত)
✔ মোঃ শামসুল ইসলাম (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পৌর বিএনপি)
✔ শাহ আলম তালুকদার তুহিন (ইংরেজি প্রভাষক, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ)
✔ শাহ আমির উদ্দিন (আহবায়ক, পৌর যুবদল)
✔ ফখরুল ইসলাম রেজা (আহবায়ক, পৌর ছাত্রদল)
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, মিডিয়াকর্মী এম আলী হোসেন মোল্লা, বিএনপি নেতা এস এম রফিক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
