রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়।
ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুজ্জামান রনির সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডঃ এটিএম মাহবুব-ই-এলাহি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারি কো-অর্ডিনেটর ফিন্যান্স (ডি-৬৬) পিপি মোহাম্মদ কবির উদ্দিন, পিপি রেহান উদ্দিন রায়হান।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম মাহবুব-ই-এলাহি রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ মেধাবীদের অনুপ্রাণিত করবে। তিনি শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জন করে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
