সুনামগঞ্জের দিরাই উপজেলা করিমপুর ইউনিয়নে মকসদপুর গ্রামের (নয়া বাড়ি) বিশিষ্ট মুরুব্বি আঞ্জমিয়া চৌধুরী, ইন্তেকাল করেন,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ( মঙ্গলবার ২মে) সকাল ১০টায় দিকে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল বিকাল সাড়ে ৫টার সময় মকসপুর দক্ষিণ পাড়া মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থান দাফন করা হবে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ,২মেয়ে,
১ভাই , ৫বোন, সহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আঞ্জুমিয়া চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited