আমির হোসেন,সুনামগঞ্জ ঃ
সুনামগঞ্জে র্যাব-৯সিপিসি-৩ অভিযান চালিয়ে সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রাম থেকে অবৈধভাবে আমদানিকৃত ৫৪৮ পিস ভারতীয় শাড়ী ৭৫ পিস লেহেঙ্গা ও ২৫৫০ কেজি চা-পাতা সহ দুই চোরাকারবারী আটক করে। বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে অবৈধ মালামাল সহ এদের আটক করে র্যাব-৯। অবৈধভাবে আমদানিকৃত মালামালের আনুমানিক বাজার মুল্য ৬লক্ষ টাকা বলে জানায় র্যাব।
আটককৃতরা ইব্রাহিমপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে তাজুয়ার আফজাল শিহাব,মৃত আব্বুছ আলীর ছেলে নূরহোসেন।
আটক নিশ্চিত করে র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মতিয়ার রহমান জানান আটককৃতদের বিরোদ্ধে মামলা রুজু করে জব্দকৃত মালামাল সহ আটক দুই চোরাকারবারী কে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited