আমির হোসেন সুনামগঞ্জ
সুনামগঞ্জে ৫৫ বোতল বিলাতি মদ সহ সুরুজ মিয়া কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে বিশ্বম্বরপুর উত্তর কাপনা এলাকা থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশ ডিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এহসান শাহ নির্দেশনায় গোয়েন্দা পুলিশ ডিবি ওসি নন্দনকান্তি ধর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক টিম অভিযান চালিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা গ্রামের সাহেব আলীর ছেলে সুরুজ মিয়া কে ৫৫ বোতল বিলাতি মদ সহ আটক করা হয়। আটক নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ ডিবি ওসি নন্দনকান্তি ধর জানান আটককৃতর বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited