ছাতক( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকিরকে বদলী করা হয়েছে। নিয়মিত বদলীর অংশ হিসেবে তাকে সুনামগঞ্জ পুলিশ লাইনে বদলী করা হয়। (গত ৬ আগস্ট)রবিবার রাতে তিনি ছাতক থানার নবাগত ওসির নিকট দায়িত্ব হস্তান্তর করে সোমবার ছাতক ত্যাগ করবেন। খান মুহাম্মদ মাইনুল জাকিরের স্থলাভিষিক্ত হচ্ছেন মোহাম্মদ শাহ আলম। ছাতক থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে শাহ আলম রোববার রাতে যোগদান করেছেন। তিনি ঢাকা হেডকোয়ার্টারের বদলির আদেশে সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলায় যোগদান করেন এবং রাতে ছাতক থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি সর্বশেষ ডিএমপির লালবাগ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার আবতাফ উদ্দিনের দ্বিতীয় পুত্র। উনার বড় ভাইও পুলিশে চাকুরীজিবী ছিলেন।
উল্লেখ্য, বিদায়ী ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির চলতি বছরের ১৬ জানুয়ারী ছাতক থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। প্রায় ৭ মাস ২০ দিনের মাথায় তাকে অন্যত্র বদলী করা হয়।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited