বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পৌর শাখা দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
সম্মেলনে উপস্থিত অতিথিরা
লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে নবজীবন প্রাঙ্গণে, গত ২৩ সেপ্টেম্বর।
সম্মেলনের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আরজিনা পারভিন রেখা, আহ্বায়ক সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল, লালমনিরহাট।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আশাদুল হাবিব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাবা লায়লা হাবিব, সিনিয়র সহ-সভাপতি জেলা বিএনপি।
উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আর রোজী, সভাপতি জেলা মহিলা দল ও সহ-সভাপতি জেলা বিএনপি।
বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, সাধারণ সম্পাদক জেলা মহিলা দল লালমনিরহাট।
সঞ্চালনা করেন মাকসুদা আক্তার, আহ্বায়ক পৌর মহিলা দল লালমনিরহাট। আংশিক নতুন কমিটি ঘোষণা
সম্মেলনে পৌর মহিলা দলের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির নেতৃত্বে নির্বাচিতরা হলেন:
- সভাপতি: মোছাম্মৎ মাকসুদা আক্তার
- সিনিয়র সহ-সভাপতি: জান্নাতুল ফেরদৌস লাবণ্য
- সহ-সভাপতি: নাসরিন পারভিন ঝুমা
- সহ-সভাপতি: বিলকিস পারভীন বেবি
- সাধারণ সম্পাদক: মমতাজ হাসান মুক্তা
- সাংগঠনিক সম্পাদক: শায়লা পারভিন লাকি
গুরুত্ব ও তাৎপর্য এই দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে লালমনিরহাট পৌর মহিলা দলে নতুন নেতৃত্বের সূচনা হলো। বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং নারী নেতৃত্বের গুরুত্বের ওপর জোর দেন।
