আঃ রকিব খান ওসমানীনগর প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে জমে উঠেছে কুরবানীর পশুর হাঁট। হাজার হাজার গরু নিয়ে বিক্রেতারা দেশের বিভিন্ন স্থানে হাঁট বসিয়েছেন। তেমনি সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে বসেছে বিশাল ঐতিহ্যবাহী গরুর হাঁট। বাজারে বিভিন্ন আকৃতির প্রচুর গরু নিয়ে বিক্রেতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। এসময় বিক্রেতারা বলেন, এখনো নিয়মিত গরু বেচাকেনা শুরু হয়নি, ক্রেতারা কম এসেছেন, আমাদের ধারণা আগামী দুইদিনের মধ্যে গরুগুলো বিক্রি হয়ে যাবে।
সব রকম চাহিদার গরু গোয়ালাবাজার গরুর হাঁটে রয়েছে এবং বাজার পরিচালনা কমিটি ক্রেতা বিক্রেতার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নির্ধারিত করেছেন। একটি গরুর দাম যতো টাকাই হোক না কেন প্রত্যেকটি গরুর সীটের জন্য এক হাজার টাকা ফি ধার্য করেছেন।
বিক্রেতারা আরও মনে করেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতাদের আগমন ঘটলে গরু বিক্রয়ে তারা সফল হবেন।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited