নেত্রকোনা প্রতিনিধি
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন। এ সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে বইছে নতুন উদ্দীপনা ও চাঙা রাজনৈতিক আবহ। উপজেলা অডিটরিয়ামে আগামী ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিটি পদেই একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা দলীয় গণতন্ত্র চর্চার ইতিবাচক দিক হিসেবে দেখছেন তৃণমূল নেতাকর্মীরা।
উপজেলা বিএনপি কমিটিতে প্রার্থীদের মধ্যে রয়েছেন— সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক সেলিম কার্ণায়েন ও শফিকুল হক শফিক। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহনগঞ্জের রাজনীতির পরিচিত মুখ টিপু সুলতান এবং গোলাম এরশাদুর রহমান।
পৌর বিএনপির নেতৃত্বে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান আহবায়ক ফজলুল হক মাসুম এবং মোহনগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে রয়েছেন গোলাম রাব্বানী পুতুল ও হাবিবুর রহমান দোহা।
সম্মেলনের মাধ্যমে মোহনগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই সম্মেলন কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।
দলের একাধিক নেতা জানান, এই সম্মেলন শুধু নেতৃত্ব বাছাইয়ের অনুষ্ঠান নয়, বরং এটি হবে পুনর্গঠন, ঐক্য এবং আন্দোলনমুখী রাজনীতির প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এ বিষয়ে নেত্রকোনা জেলা বিএনপির এক নেতা বলেন, “মোহনগঞ্জ বিএনপি অনেকদিন ধরে স্থবির অবস্থায় ছিল। এ সম্মেলনের মাধ্যমে তৃণমূল থেকে সুসংগঠিত ও গতিশীল একটি কমিটি গঠিত হলে জেলায় দলের অবস্থান আরও শক্তিশালী হবে।”
সম্মেলনটি সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে জেলা বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ চলছে বলেও জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক মহলে সম্মেলনটি নিয়ে আগ্রহ ও জল্পনা-কল্পনারও শেষ নেই। এখন দেখার বিষয়, আগামী ২৪ জুলাই মোহনগঞ্জ বিএনপির দায়িত্বভার কার হাতে উঠছে, আর কোন প্রার্থীর ভাগ্যে জুটছে নেতৃত্বের মুকুট।