খুলনার পাইকগাছার লস্কর ইউনিয়নের হেতালবুনিয়ায় ৫০০’শ গ্রাম গাঁজা’সহ এক মহিলাকে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। সোমবার দুপুর ৩ টার দিকে লস্কর ইউনিয়নের হেতালবুনিয়া গ্রামের আঃ আলীমের স্ত্রী মোছাঃ কুলসুম বিবি(৩০)কে নিজ বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা’সহ এস আই সুকান্ত কর্মকার, এ এসআই মনজুরুল ইসলাম,শেখ পলাশ ও মহিলা কনস্টেবল তানিয়া আক্তার গ্রেফতার করেছে। এব্যাপারে এস আই সুকান্ত কর্মকার বাদী হয়ে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। উল্লেখ্য গত সপ্তাহে আসামি কুলসুল বিবি’র স্বামী আঃ আলীম গাঁজা’সহ আটক হওয়ায় বর্তমানে সে কারাবাস যাপন করছে, এদিকে স্ত্রী সোমবার দুপুরে নিজস্ব বাড়ি থেকে গাজা’সহ আটক হলেন। ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম জানান আসামি প্রোফেশনাল মাদক ব্যাবসায়ী, স্বামী কারাগারে থাকায় উক্ত মাদক ব্যাবসা সে’ই চালিয়ে যাচ্ছিলো, সে আটক হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited