বিশ্বনাথ প্রতিনিধি:: কোরবানি ঈদের আর বাকি মাত্র আর তিনদিন। তবে বাজারে গরুর চড়া দাম। বড় গরুর চাইতে ছোট গরুর চাহিদা বেশি। বিশ্বনাথ প্রবাসী অধ্যুষিত উপজেলা হলেও প্রধান এই বাজারে বড় গরু নজরে পড়েনি। বাজারে গরু অনেক বেশী আসলেও দামের দিকে ক্রেতাদের নাগালে বাহিরে। তাই কুরবানির গরু ক্রয় করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছেন ক্রেতারা।
সরেজমিনে দেখা যায়, এ বছর কুরবানীর গরুর দামে বাজারে আগুন। তাই বড় গুরুর চেয়ে ছোট গরুতেই বেশী চাহিদা রয়েছে ক্রেতাদের। অনেক ক্রেতারা বাজেট নিয়েও এবছর চিন্তিত হয়ে পড়েছেন। গুরু দাম বেশী হওয়ায় বাজারে কেনা বেচাও অনেকটা কম হচ্ছে। তবে সর্বশেষ আগামী বুধবার বিশ্বনাথ পৌর শহরের প্রধান বাজার ও মঙ্গলবার পীরের বাজারে দ্বিগুণ গরুর হাঠ বসবে। ওই দুটি বাজারে হয়তোবা গরুর দাম একটু কমতে পারে বলে আসাবাদ ব্যাক্ত করেছেন অনেক
ক্রেতারা।
কয়েকজন ক্রেতা ও বিক্রেতার সাথে আলাপ করে জানাযায়, গত বছর যে কুরবানির গরুর দাম ছিল ৫০ থেকে ৫৫ হাজার টাকা এবছর এই গরুর দাম ৭০ থেকে ৭৫হাজার টাকা। আর বড় গরু প্রায় দ্বিগুন।
পৌর সভারর জানাইয়া গ্রামের কুরবারি গরুর এক ক্রেতা কাওছার আহমদ ও আলাপুর গ্রামের সাজ্জাদ আলী বলেন, এবছর বাজারে গরুর দাম অনেক বেশী। তাই গরু ক্রয় করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছেন।