কুলাউড়া প্রতিনিধি:: বিয়ের জন্য সব প্রস্তুতি চলছিল।কথা ছিলো আগামী ১ জুলাই দেশে ফিরেবন।তবে তা আর হয়ে উঠেনি।এর আগেই ঘুমের মধ্যে নিভে গেলো প্রবাসী আলিম উদ্দিনের (২৮) জীবনপ্রদীপ। জুলাই মাসের ৭ তারিখ নির্ধারিত ছিলো বিয়ের দিন।
সৌদি আরব প্রবাসী আলিম উদ্দিন শনিবার (২৪ জুন) সকালে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও এলাকার আলমাছ আলীর ছেলে।
রাতে আলিম ঘুমের মধ্যে ‘স্ট্রোক’ করে মারা গেছে বলে নিশ্চিত করে তার বাবা আলমাছ আলী জানান, প্রায় ৪ বছর আগে পরিবারের সুখের আশায় উপার্জন করতে সৌদিতে পাড়ি জমায় আলিম। জুলাইয়ের ১ তারিখ সে দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কিন্তু তা আর হলো না। শনিবার সকালে আলিম ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়।
Source:
NRD NEWS
Via:
NRD TV











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited