ডেস্ক রিপোর্ট:: ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ইঁদুর মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে অরুয়াইল ইউনিয়নের বারোপাইক্কা গ্রামে রুয়াইলে জান্নাত (৪) এবং ফাতেমা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়।
মৃত শিশু জান্নাত ওই গ্রামের কাসেম মিয়ার মেয়ে এবং ফাতেমা একই গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।
শিশুদের চাচা আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে দুই শিশু একটি ঘরে খেলা করছিল। সে সময় ঘরের খাটের নিচে ইঁদুর মারার বিষ রাখা ছিল। তারা ওই বিষের বোতল নিয়ে খেলতে খেলতে একপর্যায়ে খেয়ে ফেলে। এর কিছুক্ষণ পর দুজনই বমি শুরু করে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেন। সেখানকার চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘মৃত শিশুদের পরিবারের সদস্যরা আমার কাছে এসেছিলেন ময়নাতদন্ত ছাড়া দাফনের ব্যবস্থা করার জন্য। আমি সেই চেষ্টাই করছি।’











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited