নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রমের নাইওরী খালের ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।
২২ই জুন ২০২৩ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে খালিয়াজুরী বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এসময় খালিয়াজুরী চাকুয়া গ্রামের নাইওরী খালের ইজারা বাতিলের দাবিতে স্লোগান ও বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসী জানায় অনতিবিলম্বে খালের ইজারা বাতিল না করা হলে সামনে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।