সিলেট প্রতিনিধি:: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোযারুজ্জামান চৌধুরীর সমর্থনে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সোমবার বিকেলে নগরীর শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে সিটি পয়েন্ট, বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট অতিক্রম করে চৌহাট্টাস্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোরুজ্জামান চৌধুরীর সহধর্মিণী হলি চৌধুরী, জেলা পরিষদের সদস্য সুসমা সুলতানা রুহি,সিলেট জেলা সিলেট জেলা যুবলীগের নেতা লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন ও শহিদুল ইসলাম, সায়েম আহমদ প্রমুখ।

Source:
NRD NEWS
Via:
NRD TV