সিলেট প্রতিনিধি:: জাতীয় শুদ্ধাচার কৌশলের রূপকল্প ‘সুখী-সমৃদ্ধ সোনার বাংলা’ এবং অভিলক্ষ্য ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা’ বাস্তবায়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো.মজিবর রহমান ।
সোমবার (১৯জুন) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেনের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন জেলা প্রশাসক।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর সততা, নৈতিকতা, সেবা প্রদানের দক্ষতা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, কৰ্তব্যনিষ্ঠা, উদ্ভাবন ও সংস্কার কার্যক্রমে আগ্রহ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে শুদ্ধাচার চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এই পুরস্কার প্রদান করা হয়।

Source:
NRD NEWS
Via:
NRD TV