ডেস্ক রিপোর্ট:: চট্টগ্রােম পাঁচলাইশ এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৬ জুন) দিবাগত রাতে আতুরার ডিপো তাহেরাবাদ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জেসমিন (৩৮), খালেদা বেগম (৩৫), রাবেয়া (২২), রেহেনা (২৫), সাথী (২০) ও জলিল (৪২)।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় তাহেরাবাদ আবাসিক এলাকার দি হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টার এর ৫ম তলা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Source:
NRD NEWS
Via:
NRD TV











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited