বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।এই ৫টি ইউনিয়নে আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।
বুধবার (৩১ মে) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত এসব নির্বাচনের তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ইউনিয়নগুলো হলো-সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং ভোটগ্রহণ করা হবে ১৭ জুলাই।
ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Source:
NRD NEWS
Via:
NRD TV