সিলেট প্রতিনিধি : দরগাহ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশ’র সিনিয়র সদস্য শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (১৭ মে) মাগরিবের নামাজের পর দরগাহ মাদ্রাসায় তার কক্ষে স্ট্রোক করলে তাকে তাৎক্ষণিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পতগে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন দরগাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা জুনায়েদ কিয়ামপুরী।
মৃত্যুকালে হযরতের বয়স হয়েছিল ৭৮ বছর।
Source:
NRD News
Via:
NRD TV











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited