নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণায় ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার কোর্সকে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমমান করার প্রতিবাদ সহ ৬ দফা দাবীতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে নেত্রকোণা ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা।
বাংলাদেশ ডিপ্লমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ)নেত্রকোণা নার্সিং ইনস্টিটিউট এর উদ্যোগে রবিবার (১৪ই মে ২০২৩) নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সংগঠনটির সভাপতি ইসরাত নাজমুন জেনি ও সাধারন সম্পাদক হিরন মিয়া এর নেতৃত্বে কয়েক শতাধিক শিক্ষার্থী ব্যানার প্লেকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীরা
কারিগরি মুক্ত নার্স
ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান করা
স্টাইপেন্ড বৃদ্ধি করা ও ইন্টার্নভাতা নিশ্চিত করা।
সরকারি নার্সিং এ ছেলে কোটা ১০% থেকে ২০% এবং প্রাইভেটে ২০% থেকে ৩০% করা।
ছেলেদের আবাসিক হলের ব্যাবস্থা করা সহ বিভিন্ন দাবীদাওয়া তুলে ধরে।
এসময় সিনিয়র সহ-সভাপতি আয়াতুল সহ-সভাপতি তামান্না আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক তানজিলা আক্তার সাংগঠনিক সম্পাদক কলি আক্তার সহ সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited