ডেস্ক রিপোর্ট: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্র থেকে ছয় শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে। এ সময় অসুদপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
রোববার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় উপজেলার পৃথক দুটি কেন্দ্র থেকে পরীক্ষার্থী বহিষ্কার ও শিক্ষককে অব্যাহতি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী।
উপজেলার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব গোলাম আজম জানান, পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী।কেন্দ্রের একটি কক্ষে নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। এ সময় দায়িত্বে অবহেলার দায়ে ওই কক্ষের দুই শিক্ষককে অব্যাহতি প্রদান করেন।
অপরদিকে কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব জাহাঙ্গীর আলম জানান, কেন্দ্রের একটি কক্ষে নকল করার দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার ও ওই কক্ষের দায়িত্বে থাকা চার শিক্ষককে অব্যাহতি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী বলেন,পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলায় পৃথক দুটি কেন্দ্রের দুটি কক্ষ থেকে ছয় শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে। পরীক্ষা চলাকালে ওই ছয় শিক্ষক আর কোন দায়িত্ব পালন করতে পারবেন না।এ ছাড়াও পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে দুই কেন্দ্র থেকে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।