ডেস্ক রিপোর্ট: কুমিল্লায় যুবলীগের নেতা জামাল হোসেন হত্যার ঘটনায় ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও আজ মঙ্গলবার বিকাল অব্দি পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘এ ঘটনায় কোনো মামলা হয়নি। মামলা করতে জামালের পরিবারের কেউ থানায় আসেননি।’
গতকাল সোমবার মাগরিবের নামাজের পর নিহত যুবলীগের নেতা জামাল হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। দুই দফা জানাজা শেষে তাঁকে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে গত রোববার রাত ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারের বাসা থেকে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে বোরকা পরা একদল দুর্বৃত্তরা যুবলীগের নেতা জামাল হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এ সময় কপাল ও বুকে গুলি বিদ্ধ অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
‘জামাল হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে’‘জামাল হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে’
মামলার বিষয়ে জানতে নিহতের ছোট ভাই কামাল হোসেনের মোবাইল ফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited