টাঙ্গাইলের সখীপুরে বিষপানে আয়েশা আক্তার নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। নিহত আয়েশা আক্তার উপজেলার কচুয়া গ্রামের আজহার আলীর মেয়ে। সে সখীপুর সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিষপান করলেও ৪দিন পর আজ সোমবার (১ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, পারিবারিকভাবে মেয়ের বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছিল। মেয়েটি ওই বিয়েতে রাজি ছিল ন। মেয়েটির সঙ্গে স্থানীয় সহপাঠী সিয়াম আহমেদের প্রেমের সম্পর্ক ছিল। তাদের একাধিক যুগল ছবিও রয়েছে। মেয়েটিকে অন্যত্র বিয়ে দেওয়ার কথা শুনেই সে ওই আত্মহননের পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এমন অকাল মৃত্যুতে মেয়ের বাবা-মাসহ পরিবারের লোকজন ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বিষপানে আত্মহত্যা করা মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Discussion about this post