ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সুন্নতে খতনার দাওয়াত নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে ওবায়দুর কারিকর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শহীদনগর কোদালিয়া ইউনিয়নের ইশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঈশ্বরদী গ্রামের চাচা সিরাজ কারিকর ও ভাতিজা ওবায়দুর কারিকরের মধ্যে সুন্নতে খতনার দাওয়াত ও অনুষ্ঠান নিয়ে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিকেলে বাড়ির পাশে চাচা-ভাতিজার কথাকাটাকাটির একপর্যায়ে চাচা সিরাজ কারিকর রামদা দিয়ে ভাতিজা ওবায়দুরের মাথায় কোপ দেন। স্থানীয়রা ওবায়দুরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওবায়দুর কারিকরের ভাই ফারুক কারিকর বলেন, ২৬ এপ্রিল আমার চাচাতো ভাই রবিউল কারিকরের ছেলে মোস্তফা কারিকরের সুন্নতে খতনার অনুষ্ঠান ছিল। এতে চাচা সিরাজ কারিকরকে দাওয়াত দেওয়ার পরও তিনি অনুষ্ঠানে আসেননি। এ নিয়ে শনিবার বিকেলে ওবায়দুরের সঙ্গে চাচা সিরাজ কারিকরের কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে সিরাজ করিকর রামদা দিয়ে আমার ভাই ওবায়দুরের মাথায় কোপ দেন। এতে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করতে এগিয়ে এলে সিরাজসহ আমাদের আরেক চাচা পাউচা কারিকরের ছেলে আওলাদ, জাহাঙ্গীর সহ আরও ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের নগরকান্দা ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছরোয়ার হোসেন বলেন, সুন্নতে খতনার দাওয়াত এবং অনুষ্ঠান নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারিতে চাচা সিরাজ কারিকর রামদা দিয়ে ভাতিজা ওবায়দুরের মাথায় কোপ দেয়। এতে ওবায়দুর কারিকর নিহত হয়েছেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুন্নতে খতনার দাওয়াত নিয়ে ইশ্বরদী গ্রামে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওবায়দুর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited