স্টাফ রিপোর্ট: সিলেট সিটি করপোরেশন নির্বচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার(২৭ এপ্রিল)।
আগ্রহী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন বলে বুধবার জারিকৃত নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ইসির উপ-সচিব মো. আতিয়ার বুধবার প্রজ্ঞাপনটি জারি করেছেন।
এতে বলা হয়েছে, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন ও ভোটগ্রহণ করা হবে ২১ জুন।
উল্লেখ্য, সিলেট সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরকে নিয়োগ করা হয়েছে।
আর রাজশাহী সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার ওই সিটিতে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited