বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজার দায়ের কোপে মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাটি কাটা নিয়ে মোশারফ হোসেনের সঙ্গে ভাতিজা শাহিন মিয়ার কথা-কাটাকাটি হয়। এসময় তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শাহিন মিয়া উত্তেজিত হয়ে চাচা মোশারফ মিয়াকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
Source:
NRD NEWS
Via:
NRD TV











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited